রাজউকের নতুন চেয়ারম্যান আমিন উল্লাহ নুরী
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছে সরকারের অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ পদায়নসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে শেখ ফজলে নূর তাপস মেয়রের দায়িত্ব নেওয়ার পরপরই দক্ষিণ সিটিতে এ বি এম আমিন উল্লাহ নুরীকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করেছিল। তবে তার নিয়োগের পর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এখনও কারও নাম সুপারিশ করা হয়নি।
রাজউকে যোগদান প্রসঙ্গে এবিএম আমিন উল্লাহ নুরী গণমাধ্যমকে বলেন, ‘প্রজ্ঞাপন তো কেবল হলো। আবার বর্তমান যে পদে আছি এই পদে এখনো কাউকে দেওয়া হয়নি। দেখা যাক কী হয়।’
এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নুর আলম অবসর–উত্তর ছুটিতে যান। পরে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (শিল্প ও শক্তি বিভাগ) সাঈদ হাসান শিকদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/ডি