করোনায় প্রাণ হারালেন রাজস্ব কর্মকর্তা আলী আসগর
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আয়কর কমিশনার মো. আলী আসগর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেল ৫টা ১৯ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান তিনি।
কমিশনার মো. আলী আসগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
মঙ্গলবার সন্ধ্যায় এক শোক বার্তায় তিনি আলী আসগরের মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি তিনি এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সন্তান-সন্ততিসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও বলেন, পরম করুনাময় আল্লাহ্ যেন তাকে জান্নাতবাসী করেন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।
কর কমিশনার কমিশনার মো. লুৎফুল আজীম জানান, কর্মরত অবস্থায় তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা সনাক্ত হওয়ার পর বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। গত ৫ দিন ধরে আইসিইউতে ছিলেন। কিন্তু সকলের মায়া ত্যাগ করে আজ বিকেল ৫টা ১৯ মিনিটে মারা গেছেন কমিশনার মো. আলী আসগর।
মেধাবী কর্মকর্তা মো. আলী আসগর কর আপীল জোন-৩, ঢাকায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট থানায়। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস