করোনা: সব রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ মৃত্যু ১১২, শনাক্ত ৪২৭১
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪ হাজার ২৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে টানা চতুর্থ দিনের মত করোনায় মৃতের সংখ্যা শতাধিক।
যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জনে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২২টি আরটি-পিসিআর ল্যাব, ৩৪টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ১০৪টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ২৫৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ২১২টি। ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ১৫২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১৯টি।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।
২৪ ঘণ্টায় মৃত ১১২ জনের মধ্যে পুরষ ৭৫ জন ও নারী ৩৭ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭ হাজার ৭৬৯ জন এবং নারী ২ হাজার ৭২৮ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ৬৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন রয়েছেন।
মৃত ১১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ১০ জন, সিলেটে ৩ জন, রংপুরে ২ জন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে ২ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১০৮ জন ও বাড়িতে ৪ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮০০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৭৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ১৬ হাজার ৩৮১ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৮ হাজার ১০৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ২৭৮ জন।
নিউজবাংলাদেশ.কম/এএস