হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী রিমান্ডে
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
আজিজুল হক ইসলামাবাদী আজিজুল হক ইসলামাবাদী হেফাজতের শীর্ষনেতাদের এক বৈঠকে যোগ দিতে চট্টগ্রাম গিয়েছিলেন তিনি।
সেখান থেকেই রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন জানিয়েছেন।
তিনি বলেন, “রোববার পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
হেফাজতের হরতাল ও বিক্ষোভ থেকে নাশকতার সাম্প্রতিক ঘটনার পর এই প্রথম সংগঠনটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা গ্রেপ্তার হলেন।
কী অভিযোগে আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
তিনি বলেন, “আজ তাকে আদালতে পাঠানো হয় এবং দশ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালে মতিঝিলে হেফাজতের অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় অনেক গুলো মামলা হয়েছে। আজিজুল হক ইসলামাবাদী অন্তত চারটি মামলার আসামি।
উপ-কমিশনার আসাদুজ্জামান বলেন, “আপাতত তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এনডি