News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৯, ৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:০২, ৬ এপ্রিল ২০২১

জোর করে ঘরে না রেখে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জোর করে ঘরে না রেখে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জোর করে ঘরে রাখার চেয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। মানুষ যেন কিছুদিন এই লকডাউন মেনে চলে এ লক্ষেই আগানো হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা বলেন।
সাম্প্রতিক কিছু নৈরাজ্যকর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেই অপরাধ করবে তার বিরুদ্ধে মামলা হবে। কোর্ট তার বিরুদ্ধে মামলা করবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।
এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারাদেশে গতকাল সোমবার (০৫ এপ্রিল) থেকে শুরু হয় ২য় দফায় লকডাউন।
এর আগে গত রবিবার (৪ এপ্রিল) দেশে করোনার এমন ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়