News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৫, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৩৭, ৪ এপ্রিল ২০২১

দেশে করোনা শনাক্তে ভয়াবহ রেকর্ড, আরও ৫৩ মৃত্যু

দেশে করোনা শনাক্তে ভয়াবহ রেকর্ড, আরও ৫৩ মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭ হাজার ০৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনাকালে এটিই সর্বোচ্চ শনাক্ত।
যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৬৬ জনে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২০টি আরটি-পিসিআর ল্যাব, ৩৪টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ৭৩টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ২২৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ৪৯৩টি। ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৭২৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।
২৪ ঘণ্টায় মৃত ৫৩ জনের মধ্যে পুরষ ৪৫ জন ও নারী ৮ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ৯৭০ জন এবং নারী ২ হাজার ২৯৬ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

মৃত ৫৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ১ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে তিনজন করে ৬ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৫২ জন ও বাড়িতে ১ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৮১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৪৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ৬ হাজার ৬৩৬ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৩ হাজার ৭৬৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৮৭০ জন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়