News Bangladesh

লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৯, ৮ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৩:২৫, ৮ জানুয়ারি ২০২৫

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে চা-কফি, বলছে গবেষণা

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে চা-কফি, বলছে গবেষণা

প্রতীকী ছবি

চা-কফি পান করলে মুখ ও গলার ক্যানসারের ঝুঁকি কমে যায়। এটি শ্বাসনালীর ক্যানসারের আশংকাও কমায় বলে সম্প্রতি এক  গবেষণায় উঠে এসেছে। 

‘আমেরিকান ক্যানসার সোসাইটি’ পিয়ার-রিভিউড বিজ্ঞান পত্রিকায় তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে। এ সমীক্ষায় গবেষকরা দাবি করেছেন, নিয়মিত চা-কফি খেলে গলা, মুখ ও শ্বাসনালীর ক্যানসারের ঝুঁকি কমায়।

গত কয়েক বছর ধরে প্রায় সাড়ে ৯ হাজার ক্যানসার আক্রান্ত এবং ১৫ হাজার ৭০০ ক্যানসার-ফ্রি মানুষদের নিয়ে  এ সমীক্ষাটি চালিয়েছে ‘ইন্টারন্যাশনাল হেড অ্যান্ড নেক ক্যান্সার এপিডেমোলজি কনসোর্টিয়াম’। পাশাপাশি ১৪টি গবেষণার তথ্যও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, যারা চা-কফি পান করেন, তাদের মধ্যে গলা ও মুখের ক্যানসারের আশঙ্কা তুলনামূলকভাবে কম। 

সংস্থাটির গবেষণা অনুযায়ী, যেসব ব্যক্তি দিনে চার কাপ ক্যাফেইন যুক্ত পানীয় (যেমন চা-কফি) পান করেন, তাদের গলা ও মুখের ক্যানসারের ঝুঁকি অন্যদের তুলনায় ১৭ শতাংশ কম। যারা প্রতিদিন কফি খায় তাদের মুখগহ্বরের ক্যানসার হওয়ার ঝুঁকি ৩০ শতাংশ কম এবং গলার ক্যানসারের ঝুঁকি ২২ শতাংশ কমে যায়। পাশাপাশি দিনে ৩-৪ কাপ কফি খেলে গলার ক্যানসারের ঝুঁকি প্রায় ৩৮ শতাংশ কমে যায়। তবে উপকার পেতে চা-কফি খেতে হবে অবশ্যই দুধ-চিনি ছাড়া।

কেন চা উপকারি? আসলে চা-কফি মধ্যে ক্যাফেইন থাকে, যা দেহে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। এগুলো দেহে ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে, সবাই একই পদ্ধতিতে চা-কফি খায় না। আবার সবার শারীরিক গঠন বা রোগও এক নয়। তাই চা-কফি খেলে, ডায়েটের ওপর কতটা জোর দিলে ক্যানসারের ঝুঁকি কমবে, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়