নতুন বছরে যেসব বার্তা পাঠাতে পারেন প্রিয়জনকে
ছবি: ইন্টারনেট
শেষ দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বছর। বছরের শেষ লগ্নে প্রিয়জন ও পরিচিতজনদের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানান সবাই। বছরের শুরুর দিনটা প্রিয়জনের চমৎকার কোনো বার্তা পেলে মন ভালো হয়ে যায় নিমিষেই।
চলুন জেনে নেওয়া যাক কী লিখতে পারেন নতুন বছরের নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তায়-
* নতুন বছর আপনার জীবনে আশীর্বাদ, শান্তি, আনন্দ এবং ভালোবাসা বয়ে আনুক। হ্যাপি নিউ ইয়ার।
* যেখানেই থাকুন, সুখ আর শান্তি আপনার সঙ্গী হোক। নতুন বছরের শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।
* নতুন বছরে যেন এক নতুন সূর্য আপনার পথ আলোকিত করে। জীবন সুখের হোক। হ্যাপি নিউ ইয়ার।
* নতুন বছরের আলো আপনার জীবনকে আরও উজ্জ্বল করুক। আপনার সব ইচ্ছা পূর্ণ হোক। হ্যাপি নিউ ইয়ার।
* নতুন বছর আপনার জীবনে নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনার দরজা খুলে দিক। হ্যাপি নিউ ইয়ার।
* জীবনের সব দুর্ভাবনা দূর হয়ে যাক। সুখ, শান্তি আর সমৃদ্ধি আসুক। হ্যাপি নিউ ইয়ার।
* নতুন বছর শুরু হোক নতুন আশা, নতুন লক্ষ্যে। আপনি সর্বদা সুখী ও সফল হন, এই কামনাই রইল। হ্যাপি নিউ ইয়ার।
* হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর হোক আরও সুন্দর, আরও আনন্দময়। সব ভালো কাজের জন্য শুভ কামনা রইল।
* নতুন বছর আপনার জীবনে আনন্দ, সুখ এবং সফলতা বয়ে আনুক। হ্যাপি নিউ ইয়ার।
* নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও শান্তি। বছরের প্রতিটি দিন হোক অনুপ্রেরণাময়। হ্যাপি নিউ ইয়ার।
নিউজবাংলাদেশ.কম/এসবি