News Bangladesh

লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ২৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:২৪, ২৫ ডিসেম্বর ২০২৪

শীতে ত্বকের রুক্ষতা দূর করবে বেকিং সোডা

শীতে ত্বকের রুক্ষতা দূর করবে বেকিং সোডা

ছবি: ইন্টারনেট

দুয়ারে শীত এসেছে। শীতে এলেই ত্বক আর্দ্রতা হারিয়ে রুক্ষ হয়ে যায়। এতে ত্বক ম্লান ও নির্জীব হয়ে পড়ে। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করেও মিলে না সমাধান। এ শীতে যাদের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে গেছে তারা ত্বক এক্সফোলিয়েট করতে পারেন। এক্সফোলিয়েটর হিসেবে বেছে নিতে পারেন বেকিং সোডাকে। রান্নাঘরে থাকা এ সোডা ত্বকের মৃত কোষ দূর করতে খুবই কর্যকর। সেইসঙ্গে ত্বককে কোমল ও প্রাণবন্ত করে।  

যেভাবে ব্যবহার করবেন

*বেকিং সোডা দিয়ে ফেসমাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন। তিন চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ পানি মিশিয়ে নিন। সেই মিশ্রণ দিয়ে মুখ ভালোভাবে ম্যাসাজ করুন। ৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। ত্বক নরম হবে। 

*বেকিং সোডা শুধু ত্বকের মৃত কোষ দূর করে না, ত্বকের রন্ধ্রপথকেও পরিচ্ছন্ন রাখে। এমনকি ত্বকের হোয়াইটহেডস, ব্ল্যাকহেডসকেও পরিষ্কার করে বেকিং সোডা।

*বেকিং সেডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে ব্রণর দাগ কিংবা ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে রাখুন। সারা রাত রেখে সকালে উষ্ণ পানি দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়