News Bangladesh

লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৯, ১১ ডিসেম্বর ২০২৪

শীতে ওজন কমাতে ও শরীর উষ্ণ রাখতে কী খাওয়া উচিৎ?

শীতে ওজন কমাতে ও শরীর উষ্ণ রাখতে কী খাওয়া উচিৎ?

ছবি: ইমেজ বাজার

শীতে খাওয়ার উপর নির্ভর করে আপনার শরীরে মেটাবলিজম রেট কেমন হবে। সাধারণত মানব শরীরের মেটাবলিজম রেট বৃদ্ধি পেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। তাই শীতে ওজন কমাতে চাইলে অবশ্যই মেটাবলিজম বাড়াবে এমন জাতী খাওয়া উচিৎ। এছাড়া এমন কিছু খাবার আছে, যা শীতে শরীর উষ্ণ রাখতেও সাহায্য করে। চলুন শীতে ওজন কমাতে ও শরীর উষ্ণ রাখতে কী কী খাবেন তা জেনে নিই- 

তিলের বীজ

তিল খাওয়া এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ভালো। তবে শীতকালে যদি তিলের বীজ খেতে পারেন তাহলে অনেক উপকার পাওয়া যাবে। গরম ভাতের সঙ্গে তিল বাটা খেতে যেমন স্বাদ লাগে, তেমনই এর গুণও অনেক। বিভিন্ন নিরামিষ পদ রান্নার পর উপর থেকে তিলের বীজ ছড়িয়ে দিলে, ভাজাভুজিতে তিলের বীজ দিলে খাবারে স্বাদ যেমন আসে, তেমনই উপকারও অনেক। প্রোটিন, মিনারেলস ও হেলদি ফ্যাট সমৃদ্ধ তিলের বীজ খেতে পারলে সার্বিকভাবে ভালো থাকবে স্বাস্থ্য। শীতকালে পাওয়া যায় বিভিন্ন ধরনের শাক। তার মধ্যে অন্যতম স্বাস্থ্যকর হলো পালংশাক। এছাড়া আছে ক্যাপসিকাম। শীতের দিনে পালংশাক ও ক্যাপসিকাম খেলে আপনার দৈহিক তাপমাত্রা সঠিক মাত্রায় বজায় থাকবে। এছাড়া মেটাবলিজম রেট বাড়বে। ফলে কমবে ওজন।

আদা

শীতে আদা খেলে বিভিন্ন ভাবে উপকার পাওয়া যায়। খাবার হজম করতে সাহায্য করে আদার রস। এছাড়াও আদার মধ্যে এমন উপকরণ আছে যা শরীর গরম রাখে শীতকালে। এর পাশাপাশি সর্দি-কাশির সমস্যা থাকলে আদা দিয়ে চা খেলে কিংবা আদা, লেবুর রস, মধু, গোলমরিচ, লবঙ্গ, তুলসি পাতা গরম পানিতে জ্বাল দিয়ে খেলে গলা ব্যথা, অন্যান্য অস্বস্তি কমবে। প্রচণ্ড সর্দি লেগে বুকে কফ জমে গেলে তা কমাতে সাহায্য করে এই পানীয়। আদা কিন্তু মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন কমাতেও দারুণভাবে সহায়ক।

মাটির নীচে চাষ হওয়া শাকসবজি

গাজর, মুলা, বিটরুট, মিষ্টি আলু- এসব শাকসবজি মূলত শীতেই বাজারে কিনতে পাওয়া যায়। এই শাকসবজিগুলো খেলে অনেক উপকার মিলবে। পাশাপাশি শরীরের মেটাবলিজম রেটও বাড়বে। ফলে অতিরিক্ত ফ্যাট বার্ন হয়ে ঝরে যাবে। আর মেদ ঝরে গেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন। এসব শাকসবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস ও নানা ধরনের পুষ্টি উপকরণ। এসব শাকসবজি শীতকালে খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফলে সহজে কোনো অসুখ ও সংক্রমণ হবে না।  সূত্র: এবিপি লাইভ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়