টাকা ধার দিয়ে ফেরত না পেলে যা করবেন
ছবি: ইমেজ বাজার
টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় এমনটা সবারই জানা। ধার নেওয়ার সময় ভীষণ বন্ধুসুলভ, নম্র আর অসহায় আচরণ করলেও টাকা ফেরত চাইতে গেলে ঘটে বিপত্তি! সে সময় দেখা দেয় উল্টো রূপ। দিন-সময় পার হয় কিন্তু টাকা আর ফেরত দেন না ঋণগ্রহীতা। কীভাবে ধার নেওয়া ব্যক্তির থেকে টাকা উদ্ধার করবেন? এজন্য কিছু কৌশল কাজে লাগাতে পারেন। চলুন বিস্তারিত জেনে নিই-
প্রথম অবস্থায় ঋণগ্রহীতাকে টাকা ফেরত দেওয়ার কথা মনে করিয়ে দেবেন। গল্পের ছলে কৌশলে জেনে নিন কেন পাওনা টাকা দিতে তার দেরি হচ্ছে। অনেকসময় ব্যক্তি সত্যিই বিপদের মধ্যে থাকেন। এমন পরিস্থিতিতে তাকে চাপ দেওয়া ঠিক নয়। ধৈর্য আর বোঝাপড়া ঠিক থাকলে সম্পর্ক ও টাকা দুটোই বজায় থাকে। সম্পর্ক মজবুত রেখে পাওনা টাকা উদ্ধার করতে কিছু বুদ্ধি খাটাতে পারেন।
সময় বেঁধে দিন
মনে করিয়ে দেওয়ার পরও যদি ঋণগ্রহীতা টাকা ফেরত না দেন তখন তাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন। তাকে বুঝিয়ে বলুন যে, এই তারিখের মধ্যে আপনার টাকা ফেরত পাওয়া একান্ত প্রয়োজন। তাতে তিনি একটু হলেও চাপে থাকবেন এবং টাকা শোধ করার চেষ্টা করবে।
স্পষ্ট কথা বলুন
ঋণগ্রহীতাকে দৃঢ় এবং স্পষ্ট করে টাকার কথা জানান। টাকা ধার নিয়ে অনেকসময় লোকে ভুলে যান। সামনাসামনি বা ফোনে তাকে টাকার কথা মনে করিয়ে দিন। ভালো মানুষ হলে তিনি সঙ্গে সঙ্গেই টাকা ফেরত দেবেন। অযথা ঝগড়াঝাটি এড়ানোর এটাই সবচেয়ে ভালো দিক।
লিখিত প্রমাণ রাখুন
বড় অঙ্কের অর্থ বা মূল্যবান সম্পদ ধার দিলে অবশ্যই তা লিখিতভাবে দেওয়া উচিত। কাগজে উল্লিখিত ঋণ, যোগফল, পরিশোধের শর্তাবলী এবং নির্দিষ্ট সময়সীমার মিস করলে জরিমানা দেওয়ার কথা প্রাথমিক চুক্তিতে রাখুন। সেই চুক্তিতে উভয়কেই সই করতে হবে। লিখিত চুক্তি ঋণগ্রহীতাকে দায়িত্বশীল করবে। এতে পরবর্তীতে আপনিও আইনি সুরক্ষা পাবেন।
ধার শোধের বুদ্ধি দিন
হতে পারে ঋণগ্রহীতা আপনার থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়েছেন। তার পক্ষে একবারে এত টাকা শোধ দেওয়া সত্যিই সম্ভব হচ্ছে না। এমনটা হলে তাকে সহজে ধার শোধের বুদ্ধি দিন। একবারে পুরো টাকা না দিয়ে একটু একটু করে টাকা ফেরত চান। অনেকটা মাসিক ইনস্টলমেন্টের মতো। এতে সুশৃঙ্খল উপায়ে টাকা ফেরত মিলতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি