News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৫, ২৫ এপ্রিল ২০২০
আপডেট: ১০:৫৪, ৩১ মে ২০২০

মাস্ক ব্যবহার: ত্বকের ক্ষতি রোধে বিশেষজ্ঞদের ৩ পরামর্শ

মাস্ক ব্যবহার: ত্বকের ক্ষতি রোধে বিশেষজ্ঞদের ৩ পরামর্শ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পৃথিবীর অনেক দেশেই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে ২৪ ঘণ্টা এই মাস্ক পরে থাকলে সমস্যাও হয় অনেক। মুখের অনেকটা অংশ ঢেকে থাকার কারণে নাক ও গালে হতে পারে এলার্জি ও জ্বালাভাব। যার প্রভাবে ঘটতে পারে দীর্ঘস্থায়ী ত্বকের ক্ষতি। এমন তথ্য উঠে এসেছে হাডার্সফেল্ড বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিশেষজ্ঞদের গবেষণায়।
বিশেষজ্ঞরা জানান, মাস্ক থেকেও ছড়াতে পারে নানা রকম সংক্রমণ। দীর্ঘ সময় ধরে মাস্কের ব্যবহারের ফলে ত্বকে ব্যথা ও দাগের মতো সমস্যাও তৈরি হতে পারে।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ২৪ ঘণ্টা মাস্ক পরা বাধ্যতামূলক। এর ফলে তাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি ত্বকের সমস্যার অনেক ছবিও দেখা যাচ্ছে সোস্যাল মিডিয়াতে।
মাস্ক থেকে ত্বক রক্ষার উপায় জানিয়েছেন হাডার্সফেল্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা-
১. ত্বক সব সময় হাইড্রেট এবং ময়শ্চারাইজড রাখতে হবে।
২. মাস্ক পরার অন্তত ৩০ মিনিট আগে লাগাতে হবে ময়শ্চারযুক্ত ক্রিম।
৩. মাস্কের ভেতরের দিকটা সবসময় রাখতে হবে পরিষ্কার।
তথ্যসূত্র: জিনিউজ

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়