News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৩, ২৬ জুন ২০২০
আপডেট: ১৫:৩৭, ৬ জুলাই ২০২০

‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দ ছেঁটে ফেলছে হিন্দুস্তান ইউনিলিভার

‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দ ছেঁটে ফেলছে হিন্দুস্তান ইউনিলিভার

ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে গায়ের রং একটা গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরেই এমনটা হয়ে আসছে। তবে আমেরিকায় জর্জ ফ্লয়েডের হত্যার পর থেকেই বর্ণবৈষম্য নিয়ে উত্তাল হয়েছে গোটা বিশ্ব। আর এবার সেই বিতর্কের জেরে নিজেদের জনপ্রিয় ফেয়ারনেস ক্রিম ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ শব্দটাই ছেঁটে ফেলতে চলেছে হিন্দুস্তান ইউনিলিভার।
বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরিই এই ক্রিমের নতুন নাম প্রকাশ করা হবে। একই সঙ্গে বিজ্ঞাপনের ভাষাতেও একগুচ্ছ পরিবর্তন আনা হবে। এখন থেকে এই ক্রিমের বিজ্ঞাপনে তুলে ধরা হবে ত্বকের যত্ন নেওয়ার নানা বিষয়। গায়ের রং দিয়ে সৌন্দর্য বিচারের পথ থেকে সরে আসতে উদ্যোগী হয়েছে প্রতিষ্ঠানটি। খবর জি২৪ঘণ্টা।
আগে সংস্থার বিজ্ঞাপনে ফেয়ার, ফেয়ারনেস, হোয়াইটনিং বা লাইটেনিং স্কিন টোনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হত। তবে এখন থেকে এই শব্দগুলোর আর ব্যবহার করা হবে না হিন্দুস্তান ইউনিলিভারের কোনো বিজ্ঞাপনে। এ বার সৌন্দর্যের সংজ্ঞা অন্যভাবেই মানুষের কাছে তুলে ধরতে চায় সংস্থাটি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়