মুচমুচে পাউরুটির ভিতরে পনির
চা-কফির সঙ্গে মুখরোচক কোনও খাবার পড়লেই ভোজনরসিকদের নিস্তরঙ্গ গৃহবন্দি জীবনে খানিক আরাম আসে। তবে উপকরণ চাই এমন, যা সহজেই পাওয়া যাবে। বানানোর সময়ও হতে হবে কম। এমন শর্ত মাথায় থাকলে ব্রেড পকোড়া দিয়েই সারতে পারেন বিকেলের টিফিন।
এই পদটি বানানো খুবই সহজ আর খেতেও মজাদার। সহজলভ্য কিছু উপাদান দিয়ে কীভাবে বানাবেন এই স্ন্যাক্স, রইল তারই হদিশ।
উপকরণ
পাউরুটি স্লাইস: ১০টি
পনির: ২০০ গ্রাম (লবন মেশানো পানিতে ভিজেয়ে রেখে, তুলে কুচিয়ে কেটে রাখুন)
গোলমরিচ গুঁড়ো: এক চামচ
কর্নফ্লাওয়ার: ২ চামচ
ভাজা মশলা: আধা চামচ
লবন, মরিচ ও চিনি: স্বাদ মতো
ধনেপাতা: সামান্য
ডিম: একটি
প্রণালী
পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দিন। পনিরের কুচোগুলো একটি বাটিতে রেখে তার সঙ্গে সব মশলা যোগ করুন। পনিরের পরিবর্তে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। এবার পাউরুটির গায়ে সামান্য পানি ছিটিয়ে তাদের পাতলা রুটির মতো করে বেলে নিন। পাউরুটির ভিতর পনির-ধনেপাতা ও মশলার পুর ভরে জল হাত করে পাউরুটিকে কাটলেটের আকারের মতো করে হাতের তালুর মাধ্যমে চেপে মুড়ে ফেলুন। ডিমে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিলেই তৈরি পাউরুটির পকোড়া।
নিউজবাংলাদেশ.কম/এফএ