মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে মাস্ক ব্যবহার করা। মাস্ক আমরা সবাই পরলেও অনেকেই এটি ব্যবহারের সঠিক নিয়ম জানি না।
মাস্ক ব্যবহারেরও কিছু নিয়ম রয়েছে। আসুন জেনে নিই মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম-
১. মাস্ক লুজ বা ঢিলা করে পরবেন না। মাস্কের কোনো অংশ যেন আলগা না থাকে।
২ অনেকে এমনভাবে মাস্ক পরেন যে শুধু নাকের মাথাটা ঢাকা থাকে। এভাবে মাস্ক পরবেন না।
৩. মাস্ক নাকের থেকে নামিয়ে মুখের কাছে বা থুতনির নিচে রাখবেন না।
৬. মাস্ক খোলার সময় মাঝ বারাবর টেনে ধরে কান থেকে খুলে ফেলুন।
করোনাভাইরাস থেকে বাঁচতে সঠিক উপায়ে মাস্ক পরোন। গেঞ্জির কাপড়ের মাস্ক সবচেয়ে ভালো। আর মাস্ক অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে।
নিউজবাংলাদেশ.কম/ডি