কামারুজ্জামানের রিভিউ শুনানিতে সময়ের আবেদন
ঢাকা: রিভিউ শুনানির জন্য সময়ের আবেদন করেছেন কামারুজ্জামানের আইনজীবীরা। রোববার বেলা সোয়া তিনটার দিকে আবেদনটি করা হয়।
এ মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে আবেদনটি করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, রিভিউ আবেদনটি শুনানির জন্য আমাদের ৪ সপ্তাহের সময়ের প্রয়োজন।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন কামারুজ্জামানের আইনজীবী শিশির মো. মনির।
তিনি বলেন, “মামলার প্রধান আইনজীবী খন্দকার মাহবুবের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা শুনানির জন্য সময় চেয়েছি।”
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের রায়ের রিভিউ আবেদন শুনানির দিন ধার্য করার কথা ছিল রোববার। কিন্তু এদিন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রিভিউ আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় তা থাকবে।
গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন তার আইনজীবীরা।
পরে কামারুজ্জামানের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা কামারুজ্জামানের আপিলের রায়ের আইনগত পুনর্বিবেচনা করতে রিভিউ আবেদন করেছি। আমাদের কাছে মনে হয়েছে এই রায়ে এমন কিছু বিষয় রয়েছে যা সাক্ষ্য প্রমাণের সঠিক মূল্যায়ন করা হয়নি। চারজন বিচারপতির মধ্যে একজন বিচারপতি কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন। অন্য তিন বিচারপতি খালাস দেন নাই। আমরা কামারুজ্জামানের রায়টি পুনরায় বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করেছি। আশা করছি আমাদের আবেদনের শুনানি শেষে কামারুজ্জামানের রায়ের ব্যাপারে বিবেচনা করবেন আদালত।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব বলেন, “এই আইনে মৃত্যুদণ্ড যে দিতেই হবে এমন কিছু বলা নেই। কারণ মানবতাবিরোধী অপরাধের মামলায় অন্যান্য আসামিদের আজীবন ও আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম