News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

রাজিব হত্যার অভিযোগ গঠন ১৮ মার্চ

রাজিব হত্যার অভিযোগ গঠন ১৮ মার্চ

ঢাকা: ব্লগার আহমেদ রাজিব হায়দার হত্যা মামলার অভিযোগ গঠন করা হবে আগামী ১৮ মার্চ।  

রোববার ঢাকার দায়রা তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন উভয়পক্ষের শুনানি শেষে এ দিন ধার্য করেন।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।

এ ঘটনার তদন্ত শেষে গত বছরের ২৮ জানুয়ারি আটজনকে অভিযুক্ত করার সুপারিশ করে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।  রাষ্ট্রপক্ষে সাক্ষী ৫৫ জন।

অভিযোগপত্রে আসামি করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ আটজনকে। বাকিরা নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের মধ্যে রেদোয়ানুল আজাদ রানা  নামে এক আসামি ছাড়া সবাই জেল হাজতে রয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সাদমান ইয়াছির মাহমুদ, ফয়সাল বিন নাঈম দীপ, এহসান রেজা রুম্মান, মাকসুদুল হাসান অনিক, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজ। তাদের সবাইকে এদিন শুনানিতে হাজির করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, জসীমউদ্দিনের লেখা বই পড়ে এবং তার বয়ান ও খুতবা শুনে নাস্তিক ব্লগারগারদের খুন করতে উৎসাহিত হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ব্লগার রাজীব খুন হন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়