News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৫, ৮ মার্চ ২০১৫
আপডেট: ২০:৩৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

খালেদার বড়পুকুরিয়া মামলার রিট নিষ্পত্তির আদেশ ১৫ মার্চ

খালেদার বড়পুকুরিয়া মামলার রিট নিষ্পত্তির আদেশ ১৫ মার্চ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা বাতিলের জন্য হাইকোর্টে দায়ের করা রিটের বিষয়ে রায়ের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন।

রিটের ওপর শুনানি নিয়ে গত বৃহস্পতিবার আদালত ১০ মার্চ রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন।

দীর্ঘ প্রায় অর্ধযুগ পর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে রিটটির নিষ্পত্তি করতে সম্প্রতি আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আবেদন পর গত ৩ ও ৫ মার্চ শুনানি হয়। ৫ মার্চের শুনানি শেষে আদালত রায়ের জন্য ১০ মার্চ দিন ধার্য করলেও রোববার অনির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয়।  

উল্লেখ্য, ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকাররের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মন্ত্রিসভার বৈঠকে সভাপতি হয়ে বড়পুকুরিয়া কয়লাখনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছিল। এতে চারদলীয় জোট সরকারের স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া  (প্রয়াত), অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (প্রয়াত) , শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী শামসুল ইসলাম, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১৬ জনকে আসামি করা হয়। পরে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।

২০০৮ সালের ১৬ অক্টোবর এ মামলার মামলার কার্যক্রম তিন মাসের স্থগিত করেন আদালত।

একই সঙ্গে মামলার কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোসণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পরবর্তী সময়ে মামলার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। এ মামলায় স্থায়ী জামিনে রয়েছেন খালেদা জিয়া।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়