ভ্রাম্যমাণ আদালতে তিন গাঁজাখোরের কারাদণ্ড
জেলা সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন গাঁজাখোরকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই নাসির উদ্দীন জানান, বৃহস্পতিবার রাতে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে কালীগঞ্জ উপজেলার বেলেডাঙ্গা গ্রামের অধীর দাসের ছেলে কৃষ্ণদাস (২০), হাতেমপুর গ্রামের শুকুর দাসের ছেলে বাপ্পী দাস (২৫) ও একই গ্রামের মৃত সুধীর কুমার দাসের ছেলে অসীম দাস (২৩) কে থানার এএসআই রফিকুল ইসলাম আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা তাদের প্রত্যক কে ৬ মাসের করে কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রামমান আদালতের বিচারক মানোয়ার হোসেন মোল্লা জানান, গাজা সেবনের অভিযোগে তাদের প্রত্যককে ৬ মাসের করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ আনোয়ার হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ডের পর সকালেই তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম