কামারুজ্জামানের রিভিউ আবেদন কাল
ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন (রিভিউ টিপটিশন) করা হবে আগামীকাল বৃহস্পতিবার।
বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, কামারুজ্জামানের রায়ের রিভিউ আবেদনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল উচ্চ আদালতে রিভিউ আবেদন করা হবে।
তাজুল বলেন, ‘তার (কামারুজ্জামান) সঙ্গে রিভিউ আবেদনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
আপিল বিভাগের অন্যান্য মামলার ক্ষেত্রে যেসব সুযোগ-সুবিধা দেয়া হয় কামারুজ্জামানের রিভিউয়ের ক্ষেত্রেও একই ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সকাল ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী, ব্যারিস্টার নাজিবুর রহমান এবং অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
সাক্ষাৎ শেষে বেলা পৌনে ১২টার দিকে কারাগার বের হয়ে সাংবাদিকবদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
গত ১৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
এরপর ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানসহ তিন বিচারপতি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন।
পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মুস্তাফিজুর রহমান মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান।
গত বছরের ৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেয়া কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।
এর আগে ২০১৩ সালের ৯ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
কামারুজ্জামান একাত্তরের মুক্তিযুদ্ধে আলবদর বাহিনীর বৃহত্তর ময়মনসিংহ জেলা কমান্ডার ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/ এফএ
নিউজবাংলাদেশ.কম