News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৩, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫২, ১৮ জানুয়ারি ২০২০

জামালপুরের ৮ ‘রাজাকারের’ বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

জামালপুরের ৮ ‘রাজাকারের’ বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

ঢাকা: মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এরা হলেন- জামালপুর শহরের নয়াপাড়া এলাকার অ্যাডভোকেট শামছুল হক (৭৫), সিহংজানি বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শহরের ফুলবাড়িয়া এলাকার অধিবাসী এস এম ইউসুফ আলী (৮২), মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারি, হারুন, মো. আবুল কাসেম।

অ্যাডভোকেট শামছুল হক ও এস এম ইউসুফ আলীকে এরইমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টায় ধানমণ্ডির সেফহোমে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান।

৯২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে আট জনের বিরুদ্ধে হত্যা, লাশ গুম, লুটপাট, নির্যাতন ও অপহরণসহ ১০ ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া ১৯৬ পাতার দালিলিক প্রমাণ এবং ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে জামালপুরে মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে এই আট জনেরই বিশেষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে তদন্ত সংস্থা জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়