News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫১, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫২, ১৮ জানুয়ারি ২০২০

সাংবাদিক মিজানুরের ওপর নির্যাতন:

জড়িত পুলিশ সদস্যদের শাস্তি কেন নয়

জড়িত পুলিশ সদস্যদের শাস্তি কেন নয়

ঢাকা: দৈনিক প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের ওপর পুলিশি নির্যাতন কেন অবৈধ ঘোষণা করা হবে না, নির্যাতনকারীদের কেন শাস্তি দেয়া হবে না এবং তাদের বেতন থেকে ওই সাংবাদিককে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র সচিব, পটুয়াখালীর পুলিশ সুপার, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৮ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার মিজানুর রহমানের বাবা আব্দুস সালাম রিট আবেদনটি করেন। আদালতে মিজানুর রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক।

পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরদিন পাঠানো হয় কারাগারে। এরপর রোববার পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালতে মিজানের উপস্থিতিতে জামিনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁর চিকিৎসার আবেদন করা হলে, আদালত পটুয়াখালী জেল সুপারকে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার আদেশ দেন।

মঙ্গলবার শুনানি শেষে মিজানুর রহমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩১ মার্চের মধ্যে বোর্ডকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়