সুপ্রিমকোর্ট বারের সভাপতি হতে রিট করলেন ইউনুস আলী
ঢাকা: সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন পরাজিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। নিজেকে সভাপতি নির্বাচিত করতে ইতিমধ্যে একটি রিটও করেছেন বারবার পরাজিত এই প্রার্থী।
মঙ্গলবার সকালে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের এ কথঅ জানান তিনি।
ইউনুছ আলী বলেন, ‘এবারের নির্বাচনে দুই দলের আইনজীবীরাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তারা দুর্নীতির টাকা খরচ করে নির্বাচন করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তারা ভোটারদের কাছে খাবারের প্যাকেট দিয়ে টাকা দিয়ে ভোট দিতে প্রভাবিত করেছেন।’
তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধিতে উল্লেখ রয়েছে, আইনজীবীরা কোনো দলের হয়ে কোনো প্যানেলের হয়ে সুপ্রিমকোর্ট বারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কোনো প্যান্ডেল তৈরি করে তারা নির্বাচনী কাজ করতে পারবেন না। নির্বাচনের দিন কোনো বিশেষ দলের হয়ে ক্যাপ ব্যবহার করতে পারবেন না। কিন্তু এবারের নির্বাচনে তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এসব কাজ করেছেন।’
তিনি আরো বলেন, ‘দুই দলের দুর্নীতির কাছে আমি পরাজিত হয়েছি।’
ইউনুস আলী বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগ উভয়ই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা তাদের দুর্নীতির টাকা খরচ করে নির্বাচন করেছে।’
তিনি আরো বলেন, ‘তারা খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতিনিধি, সুপ্রিমকোর্টের আইনজীবীদের প্রতিনিধি নয়। তাদের বাদ দিয়ে আমাকে সভাপতি পদে নির্বাচিত করার জন্য আমি ইতোমধ্যে হাইকোর্টে একটি রিট আবেদন করেছি।’
এই পরাজিত স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমি প্রতিবছরই সভাপতি পদে নির্বাচন করে যাব। আমাকে আইনজীবীরা অবশ্যই একবার সভাপতি পদে নির্বাচিত করবেন।’
উল্লেখ্য, সুপ্রিমকোর্ট বারের সভাপতি পদে নির্বাচন করে বার বার পরাজিত হয়ে আসছেন এই আইনজীবী।
শুধু সুপ্রিমকোর্ট বারের সভাপতি পদে নির্বাচনই নয় দেশের বিরাজমান পরিস্থিতি নিয়েও তিনি সুপ্রিমকোর্টে বিভিন্ন রিট ফাইল করে আলোচনায় এসেছেন। বিভিন্ন ইস্যুতে তিনি রিট ফাইল করে পরে শুনানি করেন না বলে অভিযোগ রয়েছে।
আলোচিত হ্যাপির ঘটনাকে কেন্দ্র করেও তিনি হাইকোর্টে একটি রিট করেছিলেন। কিন্তু সে রিটের শুনানিতে তিনি না থাকায় আবেদনটি খারিজ করে দেন আদালত।
তবে এগুলো কি শুধু মিডিয়ায় নাম প্রচারের জন্য করা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাম প্রচার নয়, আমি জনস্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা করে থাকি।’
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম