প্রভাবিত বিচারকদের চেয়ার থেকে নামিয়ে দিন
ঢাকা: রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে যে বিচারকরা রায় ঘোষণা করেন তাদের পবিত্র চেয়ার থেকে নামিয়ে দিতে প্রধান বিচারপিতর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিম্ন এবং উচ্চ আদালতের কিছু বিচারক রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে স্বজনপ্রীতি, দুর্নীতি ও অন্যায় করে রায় ঘোষণা করেন। তাদের বিচারকের পবিত্র চেয়ার থেকে নামিয়ে দিন।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ ন্যায় বিচারের আশায় আদালতে আসেন। কিন্তু স্বজনপ্রীতি ও অন্যায়-দুর্নীতিপরায়ণ বিচারকরা আইনের শাসনের প্রতি চরম অবমাননা করছেন।”
তৃতীয়বারের মতো সম্পাদক নির্বাচিত করায় তিনি সুপ্রিম কোর্ট বারের সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে জয় পেয়ে বিএনপি সমর্থিত প্যানেল। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল পেয়েছে পাঁচটি।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম