News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ১২:১০, ১৮ জানুয়ারি ২০২০

জান্নাতির জামিন আদেশ বহাল

জান্নাতির জামিন আদেশ বহাল

ঢাকা: মহাখালী ফ্লাইওভারের মুখে সড়ক দুর্ঘটনা মামলায় আলোচিত জান্নাতি হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে সরকার পক্ষের করা এক আবেদনের শুনানি শেষে জান্নাতির জামিন আদেশ বহাল রাখেন চেম্বার বিচারপতি ইমান আলী।

রোববার আদালতে জান্নাতির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেদ মজুমদার।

বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ এনে জান্নাতির বিরুদ্ধে তেজগাঁও থানা পুলিশের করা মামলায় ঘটনাস্থল থেকে জান্নাতিকে গ্রেপ্তার করা হয়। ওই দিন থেকে জান্নাতি কারাগারে আছেন।

এর আগে জান্নাতির করা এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার জান্নাতিকে জামিন দেন।

উল্লেখ্য, ঘটনার রাতে নিজে গাড়ি চালিয়ে বন্ধু কে এম মোস্তামসির আশরাফ শুভ্রসহ উত্তরা থেকে ধানমণ্ডি যাচ্ছিলেন জান্নাতি। মহাখালী ফ্লাইওভার থেকে জাহাঙ্গীর গেটের দিকে নামার সময় গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মারা যান মোস্তামসির। ঘটনার ১০ দিন পর মোস্তামসিরের চাচা বাদী হয়ে জান্নাতিসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়