ঢাবির ভর্তি পরীক্ষা দ্বিতীয়বার কেন নয়: হাইকোর্ট
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের দ্বিতীয়বার কেন ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ‘দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না’ তাও জানতে চাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ২৬ জন শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রুল জারি করেন। আদালতে ভর্তিচ্ছুদের পক্ষে শুনানি করেন সুব্রত চৌধুরী ও এ কে এম জগলুল হায়দার আফ্রিক। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা কমিটির সম্পাদক, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক-২), ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম