News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৪, ১৮ জানুয়ারি ২০২৫

রিকশাচালক ইসমাইল নিহত: চিকিৎসকসহ ৫ জন কারাগারে

রিকশাচালক ইসমাইল নিহত: চিকিৎসকসহ ৫ জন কারাগারে

প্রতীকী ছবি

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে রিকশাচালক ইসমাইলের মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় পাঁচজনকে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

তারা হলেন—ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসা কর্মকর্তা সাদী বিন শামস, নিরাপত্তারক্ষী মো. ইসমাইল ও নাজিম উদ্দিন, রক্ষণাবেক্ষণ কর্মকর্তা বোরহান উদ্দিন ও বিপণন বিভাগের ব্যবস্থাপক হাসান মিয়া।

গত বছরের ১৯ জুলাই দুপুর সাড়ে ৩টার দিকে রামপুরায় ওই হাসপাতালের গেটের বাইরে পুলিশ ইসমাইলকে গুলি করে ফেলে রেখে যায়। আকুতি জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দেয়নি। হাসপাতালের সিঁড়িতেই অতিরিক্ত রক্তক্ষরণে ইসমাইলের মৃত্যু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. হিরন মোল্লা আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি নিয়ে শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান আসামিদের কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার আদেশ দেন।

আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, রিকশাচালক ইসমাইলের মৃত্যুর সঙ্গে ডা. সাদীসহ অন্য আসামিরা সরাসরি জড়িত।

এই অভিযোগ অস্বীকার করে আসামিপক্ষ জামিন চেয়ে পৃথক আবেদন করে। আসামিপক্ষ দাবি করে, শুধুমাত্র হয়রানি করার জন্য তাদের এই মামলায় জড়ানো হয়েছিল।

ইসমাইলের স্ত্রী লাকী বেগম গত ৭ সেপ্টেম্বর বাদী হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৬০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেছিলেন।

গতকাল দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ডেল্টা হেলথ কেয়ার থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়