জাহাজে ৭ খুন: ৭ দিনের রিমান্ডে ইরফান
ছবি: সংগৃহীত
চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই লাইটারেজ জাহাজ এমভি আল বাখেরায় সাত খুনের ঘটনায় গ্রেফতার জাহাজের লস্কর আকাশ মন্ডল ওরফে ইরফানের ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ ফারহান সাদিক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এপিপি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম বিষয়টি নিশ্চিত করেন।
জামিন শুনানিতে উপস্থিত ছিলেন এপিপি শরীফ মাহমুদ সায়েম, আইনজীবী মাসুদ প্রধানীয়া, ইয়াসিন আরাফাত ইকরাম, শাহজাহান খান, শামিম হোসেন, মিল্টন এবং তোফায়েল।
এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় ইরফানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তার রিমান্ডে নেয়ার মাধ্যমে ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।
এর আগে, সোমবার চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় এমভি আল-বাখেরা জাহাজ থেকে ৫ জনের লাশ এবং ৩ জন আহতকে উদ্ধার করা হয়। এর মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিউজবাংলাদেশ.কম/পলি