News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৭, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:১৮, ২৩ ডিসেম্বর ২০২৪

সাবেক মেয়র সাঈদ খোকন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মেয়র সাঈদ খোকন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক ইব্রাহিম মিয়া।

দুদকের আইনজীবী মীর মোশাররফ আলী সালাম বলেন, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। 
আবেদনের পক্ষে প্রসিকিউটর হিসেবে শুনানি করি। পরবর্তীতে আদালত শুনানি শেষে আদেশ দেন।

আবেদনে বলা হয়, সাঈদ খোকন, শাহানা হানিফ ও জাবেদ আহমেদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে।

দেশের বর্তমান বাস্তবতায় তারা দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা দরকার।

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়