বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, ২ দিনের রিমান্ডে ৩ আসামি
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় সড়ক আইনে গ্রেফতার ৩ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী নূর মোহসীন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।
এর আগে আদালতে গত শুক্রবার বিকালে সড়ক পরিবহন আইনের মামলায় আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আর রবিবার আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী৷
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক কাইউম খান জানান, বিচারক শুনানি নিয়ে আসামিদের জামিন আবেদন নাকচ করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার গভীররাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে প্রাইভেট কার চাপায় রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ মারা যান। আর গুরুতর আহত হন সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা। ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন। ঘটনাস্থল থেকে মামুনের পাশাপাশি তার বন্ধু মিরাজুল ও আসিফকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ডোপ টেস্টে মামুন ও মিরাজুলের ফল ‘পজিটিভ’ আসে। তাদের তিনজনের বিরুদ্ধে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন রূপগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান, যাতে আসিফকে বাহক হিসেবে দেখানো হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ঘটনার পর প্রাইভেট কার তল্লাশি করে একটি বিদেশি মদের খালি বোতল এবং এক ক্যান বিয়ার পাওয়া যায়।
এর আগে শুক্রবার সকালে সড়ক পরিবহন আইনে তিনজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মাসুদ মিয়া।
এ মামলায় বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন বুয়েট ছাত্র মুহতাসিম মাসুদ। পরে তার দুই বন্ধুসহ ৩০০ ফুট সড়কে বেড়াতে যান। সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান।
পরে ভোররাত আনুমানিক ৩টার দিকে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। ওই সময় বেপরোয়া গতির একটি গাড়ি চেকপোস্ট অতিক্রম করে বুয়েট ছাত্রদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুহতাসিম মাসুদ। আহত হন বাকি দুজন। পরে মেহেদীকে স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি