সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হাসান আরিফের জানাজা সম্পন্ন
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্টের বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অন্যান্য আইনজীবীরা জানাজায় অংশ নেন।
এর আগে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় হাসান আরিফের। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত রাজধানীর একটি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
নিউজবাংলাদেশ.কম/এসবি