নদভীকে ১ ও রিভাকে ২ দিনের রিমান্ড
আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও তামান্না জেসমিন রিভা
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে ১ দিন এবং শাহবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ ডিসেম্বর) দুই মামলার শুনানি শেষে এসব আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান।
এদিন নদভী এবং রিভাকে আদালতে হাজির করে প্রত্যেকের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সাজ্জাদ হোসেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেয়।
মামলার নথি অনুযায়ী, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।
রবিবার রাতে ঢাকার উত্তরা থেকে নদভীকে গ্রেফতার করে পুলিশ। সাবেক এমপি নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অধ্যাপক ছিলেন।
তিনি ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন ২০১৪ সালে জামায়াতে ইসমালামী ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া নদভী।
অন্যদিকে, রবিবার রাতে ঢাকা থেকে রিভাকে গ্রেফতার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। জুলাইয়ের ছাত্র আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। নানা সময়ে ‘বিতর্কিত কর্মকাণ্ডের’ জন্য আলোচিত রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত ২১ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৩৯১ জনের বিরুদ্ধে শাহবাগ থানার মামলা দায়ের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক মাহিন সরকার বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলায় ৩৯১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আরো এক হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি রিভা।
মামলার অভিযোগে বলা হয়, ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরাসহ বহিরাগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে।
তারা নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ইট, কাচ, কাচের বোতল, কাঠ, পাইপ, লোহার রড, লাঠি, হকিস্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র ও বিদেশি অস্ত্র দিয়ে দফায় দফায় হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ করে ও হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। সে ঘটনায় অন্তত ৩০০ শিক্ষার্থী আহত হন।
আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
নিউজবাংলাদেশ.কম/পলি