স্ত্রী হত্যার মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন
ফাইল ছবি
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিন পেয়েছেন আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো.আতোয়ার রহমান ও বিচারপতি মো.আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, 'বাবুল আক্তার অন্য মামলায় আগে থেকেই জামিনে আছেন। আজ স্ত্রী হত্যা মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই।'
আইনজীবী শিশির মনির বলেন, 'বাবুল আক্তার তিন বছর ৭ মাস ধরে কারাগারে আছেন, এই বিবেচনায় আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। একইসঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।'
জানা গেছে, ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার। পরে ১৮ আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
এর আগে ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামে সন্তানের সামনেই গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। ওই ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।
নানা ঘটনার পর একপর্যায়ে আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তার শ্বশুর মোশাররফ হোসেন। তদন্তের পর সেই মামলায় আসামি হন বাবুল আক্তার। তিনি এখন কারাগারে রয়েছেন।
গত বছরের ১৩ মার্চ বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত।
নিউজবাংলাদেশ.কম/এসবি