News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৯, ২৬ নভেম্বর ২০২৪

দুদকের মামলায় খালাস পেলেন জয়নুল আবদিন ফারুক 

দুদকের মামলায় খালাস পেলেন জয়নুল আবদিন ফারুক 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম জিয়াউর রহমান এ রায় দেন। 

মামলার রায়ে বিচারক বলেন, জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন প্রসিকিউশন। সেজন্য তাকে মামলার দায় থেকে খালাস দেয়া হলো।  

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালের ৯ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত নোয়াখালী-১ আসনের তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে ও তার পরিবারকে সম্পদ বিবরণী দাখিলের জন্য দুদক নোটিশ পাঠায়। ৪৫ দিনের সময়সীমা থাকা সত্ত্বেও তিনি তা দাখিল না করায় ২০০০ সালের ১৯ জানুয়ারি দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আমিনুল ইসলাম তার বিরুদ্ধে একটি মামলা করেন।  

২০০১ সালের ১৭ জুন তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ইমদাদুল হক। পরে ২০০৬ সালের ২৩ মার্চ আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।  

মামলা বাতিল চেয়ে ফারুক হাইকোর্টে রিভিশন আবেদন করলে ২০১০ সালের ১ জুন হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে। পরে ২০২৩ সালের ২ জানুয়ারি হাইকোর্ট বেঞ্চ মামলার কার্যক্রম চলমান রাখার নির্দেশ দেয় এবং ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়।  

জয়নুল আবদিন ফারুকের আইনজীবী মো. বোরহান উদ্দিন বলেন, তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ ছিল। আদালতে তিনজন সাক্ষী দিয়েছেন। কিন্তু কোনো সাক্ষী তার কাছে নোটিশ পৌঁছানোর বিষয়টি প্রমাণ করতে পারেননি। বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে খালাস দেন। 

নিউজবাংলাদেশ.কম/পলি 

সর্বশেষ

পাঠকপ্রিয়