হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ নতুন আইনে: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: ইন্টারনেট
হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, কারও পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। নতুন আইনে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।
‘ভুল করতে পারি, যোগ্যতা কম থাকতে পারে’ বলে উল্লেখ করে তিনি আরও বলেন, কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করেছি।
আসিফ নজরুল বলেন, পতনের ২-৩ দিন আগে নিজের পরিবার আত্মীয়-স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলবো, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি