News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ১৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১০:২৯, ১৯ নভেম্বর ২০২৪

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলকে ৮ দিনের রিমান্ডে

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলকে ৮ দিনের রিমান্ডে

সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষের জামিন এবং পুলিশের রিমান্ডের বিষয়ে শুনানির পর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে এদিন কামরুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ৮ দিনের রিমান্ড দেন আদালত।

গতকালসোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, 'রাতে উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেক মামলা আছে। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।'

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম ঢাকা-২ আসনের একাধিকবারের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়