News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৩, ৯ মে ২০২১

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা: আদালত অবমাননার আবেদন

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা: আদালত অবমাননার আবেদন

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার ঘটনায় এক সচিবসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন হাইকোর্ট বিভাগের দুই আইনজীবী। 

রোববার আইনজীবী মঞ্জিল মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী মাহবুবুল ইসলাম এবং রিপন বাড়ই আদালতের সংশ্লিষ্ট বিভাগে আবেদনটি জমা দেন। এতে গাছ কাটা বন্ধ, রেস্টুরেন্ট নির্মাণকাজ স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

মঞ্জিল মোর্শেদ বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার এবং চিফ অর্কিটেক্ট অব বাংলাদেশ মীর মনজুর রহমানকে ইমেইলে নোটিস পাঠানো হয়েছিল। যে কোনো দিন আবেদনের ওপর শুনানি হবে।”

২০০৯ সালের ৭ জুলাই এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযুক্ত সংশ্লিষ্ট ঐতিহাসিক স্থানগুলো চিহ্নিত করে সংরক্ষণের নির্দেশনা দিয়েছিলেন।

তাতে ১৯৭১ সালে বঙ্গবন্ধু যেখানে ঐতিহাসিক ৭ মার্চে ভাষণ দিয়েছিলেন এবং ১৬ ডিসেম্বর যেখানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেই জায়গাও সংরক্ষণের আদেশ দিয়েছিলেন আদালত। 

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়