News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩১, ৭ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ১৬ মে ২০২০

ডিএসই পরিচালক ইমন ও রাষ্ট্রচিন্তার দিদারুল কারাগারে

ডিএসই পরিচালক ইমন ও রাষ্ট্রচিন্তার দিদারুল কারাগারে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমনকে (৫২) কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে রাষ্ট্রচিন্তা নামক সংগঠনের ঢাকা ইউনিটের সদস্য দিদারুল ইসলামকেও (৩৯) কারাগারে পাঠিয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের দুই জনকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জমশেদুল ইসলাম সংশ্লিষ্ট থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

ওই মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারসহ প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। অপরদিক আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

তবে পূর্ণাঙ্গ কেস ডকেট (সিডি) না থাকায় আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সাধারণ ছুটি শেষ হলে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

গত বুধবার মিনহাজ মান্নান ও দিদারুল ইসলামকে গ্রেপ্তারের পর রমনা থানায় হস্তান্তর করে র‌্যাব। এর আগে গত মঙ্গলবার কার্টুনিস্ট কবির কিশোর ও মুশতাক আহমেদকে এ মামলায় গ্রেপ্তার করে র‌্যাব।

জানা যায়, ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার দায়ে ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় রমনা থানায়। ওই মামলার কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর ও মুশতাক আহম্মেদকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- রাষ্ট্রচিন্তার সংগঠক দিদারুল ভূঁইয়া, মিনহাজ মান্নান ইমন, ব্লগার আসিফ মহিউদ্দিন, সাংবাদিক তাসনিম খলিল, শায়ের জুলকারনাইন, আসিফ ইমরান, স্বপন ওয়াহিদ, সাহেদ আলম, ফিলিপ সমাচার।

এছাড়া অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়