News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৬, ২৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২২, ৭ মে ২০২০

ছুটিতে আদালত খোলার সিদ্ধান্ত স্থগিত

ছুটিতে আদালত খোলার সিদ্ধান্ত স্থগিত

করোনা পরিস্থিতিতে সরকারি ছুটিতে জরুরি প্রয়োজনে সপ্তাহে দুইদিন আদালত খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

শনিবার বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলা আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গত ২৩ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজকে ছুটিকালীন সময়ে প্রতি সপ্তাহে দুইদিন সীমিত আকারে আদালতের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে নিজে অথবা তার অধিনস্ত এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দিয়ে ছুটিকালীন সময়ে সপ্তাহে সুবিধামতো দুইদিন আদালত খোলা রাখার নির্দেশ দেয়।

কিন্তু পরবর্তীতে ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতিসহ সাধারণ আইনজীবীগণ সুপ্রিম কোর্টের এ আদেশ পুনর্বিবেচনার আবেদন করে। এ প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য বিচারপতিদের সাথে আলোচনাক্রমে ২৩ তারিখের আদালত খোলা রাখা সংক্রান্ত চিঠির কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়