News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জানুয়ারি ২০২০

এজলাস চলাকালেই আদালতে বোমা বিস্ফোরণ

এজলাস চলাকালেই আদালতে বোমা বিস্ফোরণ

ঢাকা: এজলাস চলাকালেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুরনো ভবনের বারান্দায় হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে মহানগর হাকিম মুসদ জামানের এজলাসের বারান্দায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে বেশ কিছু ধাতব টুকরো ছড়িয়ে থাকতে দেখা যায়।

কোতয়ালী থানার ডিউটি অফিসার (এসআই) ইব্রাহীম তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এজলাস চলাকালে আদালত ভবনের বারান্দায় একটি ব্যাগের মধ্যে পটকা জাতীয় কিছু রেখে যাওয়া হয়েছিল। সেটি বিস্ফোরিত হয়ে কাগজের টুকরো ছড়িয়ে পড়েছে।”

এদিকে আদালত সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় হাকিম এজলাসে ছিলেন না। তাই লোকসমাগম না থাকায় এতে কেউ হতাহত হননি। তবে আদালত ভবনে বোমাবাজিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন এক বিচারক ও কয়েকজন আইনজীবী।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়