News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৬, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জানুয়ারি ২০২০

সালাহ উদ্দিনকে আদালতে হাজির করতে আবেদন

সালাহ উদ্দিনকে আদালতে হাজির করতে আবেদন

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ফৌজদারি কার্যবিধিতে আবেদনটি করা হয়।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বেলা বেলা আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে ।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

তিনি বলেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ আবেদনটি দায়ের করেন। আবেদনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে স্বশরীরে সালাউদ্দিন আহমেদকে উপস্থিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।’

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বাদীর পক্ষে আদালতে শুনানি করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে দাবি করেছে তার পরিবার। বিএনপির পক্ষ থেকেও গতকাল রাতে একই দাবি করে বিবৃতি দেয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়