News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১০, ২১ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ২১:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২০

রিমান্ড শেষে কারাগারে গাজীপুর সিটি মেয়র

রিমান্ড শেষে কারাগারে গাজীপুর সিটি মেয়র

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে গাজীপুরে বিশেষ আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. রাবিউল ইসলাম জানান, জয়দেবপুর থানার গাড়ি পোড়ানো মামলায় দুই দিন রিমান্ড শেষে এম এ মান্নানকে বিকেলে বিশেষ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের নলজানি এলাকায় বাসে পেট্রোল বোমা হামলায় ৫ জন দগ্ধ হন। পরদিন পুলিশ বাদী হয়ে এম এ মান্নাকেকে হুকুমের আসামি করে ৩৯ জনের নামে এবং আরো ১০/২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে।

ওই মামলায় গত ১১ ফেব্রুয়ারি ঢাকার নিজ বাসা থেকে এম এ মান্নাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পিএন/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়