দরবারের টাকা লুট: র্যাব অধিনায়কের বিরুদ্ধে মামলা চলবে
ঢাকা: চট্টগ্রামের তালসরা দরবার শরিফ থেকে ২ কোটি লুটের ঘটনায় র্যাব-৭ এর সাবেক সিইও জুলফিকারের বিরুদ্ধে নিম্ন আদালতে দায়ের হওয়া মামলা চলবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মূল মামলার বাদীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার মোহাম্মাদ এনাম। অপরদিকে জুলফিকার আলী মজুমদারের পক্ষে ছিলেন বিএম ইলিয়াস কচি।
আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রানা সাংবাদিকদের বলেন, জুলফিকারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিলের জন্য একটি রুল বিচারাধীন ছিলো। সেটা খারিজ হয়ে গেছে। ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে আর বাধা নেই। আদালতের স্থগিতাদেশও উঠে গেছে।
আসামির আইনজীবী বিএম ইলিয়াস কচি সাংবাদিকদের বলেন, আদালত রুল খারিজ করে দিয়েছেন। আমরা হাইকোর্টে মামলাটি পরিচালনা না করার সিদ্ধান্ত জানালে আদালত এ আদেশ দেন।
তল্লাশির নামে চট্রগ্রামের তালসরা দরবারের ২ কোটি টাকা লুটের ঘটনায় ২০১২ সালের ১৩ মার্চ চট্টগ্রামের আনোয়ারা থানায় মামলাটি দায়ের করেন দরবারের পীরের গাড়িচালক মো. ইদ্রিস। ওই টাকা লুটের ঘটনায় নেতৃত্ব দেন র্যাব ৭ এর সাবেক সিইও জুলফিকার আলী মজুমদার।
এ ঘটনায় চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদার ছাড়া অপর ছয় আসামি হলেন- র্যাব-৭ এর সাবেক কর্মকর্তা ফ্লাইট লে. শেখ মাহমুদুল হাসান, ডিএডি আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু, র্যাবের তিন সোর্স দিদারুল আলম ওরফে দিদার, আনোয়ার মিয়া ও মানব বড়ুয়া।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম