News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৯, ১১ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৫১, ১৭ জানুয়ারি ২০২০

হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

ঢাকা: রাজধানীর মিটফোর্টে খোরশেদ আলম হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমীন বুধবার এ রায় দেন।

মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের দ্বন্দ্বের জের ধরে প্রায় ১৬ বছর আগে এ হত্যাকাণ্ড ঘটে।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- দুলাল ওরফে আনু, বেলাল, শরীফ মাহামুদ হোসেন পান্না, আমজাদ হোসেন ও ওলিউল্লাহ খান বুলবুল।

যাবজ্জীবন কারাদণ্ড দেয়া আসামিরা হলেন সুমন ওরফে পাগলা সুমন, সালাউদ্দিন ওরফে সুজন ও জাবেদ মিয়া।

এই তিনজনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, এক বছর করে জেল দেয়া হয়েছে।

রায়ে সাত আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডিত আসামিরা সবাই মিটফোর্ড হাসপাতলের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

জানা যায়, মিটফোর্ড হাসপাতলের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের দ্বন্দ্বের জেরে আসামিরা ১৯৯৯ সালের ২২ মে রাতে সংগঠনের তৎকালীন সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে খোরশেদ আলমকে (২২) হত্যা করে দণ্ডিত আসামিরা।  

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়