News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৯, ১০ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৫১, ১৭ জানুয়ারি ২০২০

নিজামীর আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ

নিজামীর আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩১ মার্চের মধ্যে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এ সারসংক্ষেপ জমা দিতে হবে।

নির্দিষ্ট তারিখের মধ্যে সার সংক্ষেপ জমা না দিলে আপিল শুনানির জন্য উভয় পক্ষই প্রস্তু বলে ধরে নেবেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

মঙ্গলবার আদালতে নিজামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট শিশির মো. মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

ট্রাইব্যুনালের রায়ের পর আপিলের শুনানির জন্য তিনবারের মতো নিজামির মামলাটি কার্যতালিকায় এলো। গত ২৩ নভেম্বর মোট ১৬৮টি যুক্তি দেখিয়ে এই আপিল আবেদন করেন নিজামীর আইনজীবীরা।

২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

নিউজবাংলাদেশ.কম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়