কামারুজ্জামানের রিভিউ শুনানি ১ এপ্রিল
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার শুনানি আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীর চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
কামারুজ্জামানের রিভিউ শুনানীতে তার আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে আদালত এ দিন ধার্য করেন।
এদিন আদালতে আসামি পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মো. মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
সোমবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে ছিল কামারুজ্জামানের রিভিউ আবেদনটি।
গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করেন তার আইনজীবীরা।
গতকাল রোববার আবেদনটির ওপর শুনানির জন্য দিন ধার্য করার কথা ছিল । কিন্তু ওইদিন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রিভিউ আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। তাই সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বরে রাখা হয় মামলাটি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন। গতবছর ৩ সেপ্টেম্বর আপিল বিভাগ ফাঁসির আদেশ বহাল রাখেন।
তার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশের পর গত ১৯ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানায় জারি হয়।
রিভিউয়ের নির্ধারিত সময়সীমা পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে গত ৫ মার্চ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ৪৫ পৃষ্ঠার এই পুনর্বিবেচনার আবেদন জমা দেয় আসামিপক্ষ, যাতে ৪৪টি যুক্তি দেখিয়ে কামারুজ্জামানের খালাস চাওয়া হয়।
ওই আবেদন জমা দেয়ার পর কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানার কার্যকারিতা স্থগিত হয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম