কামারুজ্জামানের রিভিউ শুনানির আদেশ রোববার
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের রিভিউ শুনানির বিষয়ে রোববার আদেশ দেবেন আদালত।
কামারুজ্জামানের রিভিউয়ের শুনানির দিন ধার্য করার বিষয়ে দায়ের করা আবেদনের শুনানির পর চেম্বার বিচারপতি হাসান সিদ্দিকি বৃহস্পতিবার এ আদেশ দেন।
বৃহস্পতিবার চেম্বার বিচারপতির আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। আসামি পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মো. মনির।
আসামি পক্ষের আইনজীবী শিশির বলেন, “রোববার কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানির দিন নির্ধারণ করা হবে। ওইদিন আদালতে আবারও এ আবেদন উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কামারুজ্জামানের রায়ের রিভিউ আবেদন করা হয়।
রিভিউ আবেদনের ফলে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
নিউজবাংলাদেশ.কম