News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৯, ৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:০৭, ২৯ জানুয়ারি ২০২০

আইনজীবী গ্রেফতারের প্রতিবাদে আদালত বর্জন

আইনজীবী গ্রেফতারের প্রতিবাদে আদালত বর্জন

জেলা সংবাদদাতা: কুড়িগ্রামে এক আইনজীবীকে পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে আদালত বর্জন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এতে কুড়িগ্রাম আদালতের বিচারিক কার্যক্রম সকাল থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন জেলার আট উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিচারপ্রার্থীরা।

জেলা আইনজীবী সমিতি বুধবার সকাল থেকে আদালত বর্জন করে  অবস্থান কর্মসূচি পালন করলে এ অবস্থার সৃষ্টি হয় ।
জানা যায়, দুপুরে এ ঘটনায় প্রাথমিক তদন্তে জেলা পুলিশ নজন পুলিশ সদস্যকে ক্লোজড ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শোকজ করেছে।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, পুলিশের স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় আইনি সহায়তা করায় অ্যাভোকেট তৌহিদুল ইসলাম রাসেলকে আদালত চত্বরে নির্যাতনের পর গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালত বর্জন করে এ কর্মসূচি পালন করছেন আমাদের জেলা আইনজীবী সমিতি। যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু কোন সমাধান না হয়, ততক্ষণ তাদের আদালত বর্জন চলবে বলে জানা গেছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন জানান, প্রাথমিক তদন্তে মঙ্গলবার অনাকাঙিক্ষত ঘটনায় যেসব পুলিশ সদস্যের উপস্থিতি পাওয়া যায়, তাদের মধ্যে ছয় কনস্টেবল, এক হাবিলদার ও দুই সাবইন্সপেক্টরকে ক্লোজড করা হয়েছে এবং ওসিকে শোকজ লেটার দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়