News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৮, ৪ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৫২, ১৭ জানুয়ারি ২০২০

খালেদাকে অনুপস্থিত রেখেই শুনানি

খালেদাকে অনুপস্থিত রেখেই শুনানি

ঢাকা: খালেদা জিয়াকে অনুপস্থিত রেখেই গ্রেপ্তারের আদেশ প্রত্যাহার, সাক্ষ্যগ্রহণ পেছানোসহ কয়েকটি আবেদনের শুনানি চলছে।

খালেদা জিয়ার দুটি দুর্নীতি মামলার বিচারের জন্য বকশিবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে এ শুনানি চলছে।

ওই আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এজলাসে ওঠেন।

এর পর খালেদা জিয়ার আইনজীবীরা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, আদেশ সংশোধন, জামিন বহাল ও সাক্ষ্য পেছানোর জন্য আবেদন করেন।

বিএনপি চেয়ারপারসন ‘নিরাপত্তাজনিত কারণে’ আদালতে আসতে পারছেন না বলে তার অনুপস্থিতির পক্ষে যুক্তি তুলে ধরেন খালেদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এর পর আবেদনগুলোর ওপর শুনানি শুরু হয়।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এ আদালত।

খালেদা জিয়া এ দুই মামলায় সর্বশেষ গত ২৪ ডিসেম্বর হাজিরা দিয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়