News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ৩ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বাল্যবিয়ের অপরাধে অর্থদণ্ড, কাজী জেলহাজতে

বাল্যবিয়ের অপরাধে অর্থদণ্ড, কাজী জেলহাজতে



লালমনিরহাট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বাল্যবিয়ের দায়ে কাজীর কারাদন্ড ও কনের পরিবারের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
    
পাটগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা রফিকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় দুই মাস আগে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার সামশুল হকের ছেলের বিয়ে ঠিক হয় জোংড়া ইউনিয়নের মমিনপুর গ্রামের ইউনুচ আলীর স্কুল পড়ুয়া মেয়ের সাথে। সোমবার রাতে বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় ইউনুস হকের বাড়িতে । এ সময় বর পালিয়ে গেলেও জোংড়া ইউনিয়ন কাজী আজিজুর রহমানকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়। আর কনের বাবা ইউনুচ আলী(৬০) ও মা আজিবা বেগমকে(৫০)বাল্য বিয়ে আয়োজনের অপরাধে ১ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
    
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাহফুজ আলম (তদন্ত) জানান, আটক কাজী আজিজুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের রায়ে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়